
বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে উঠে এসেছে পাকিস্তানের সাবেক তারকা পেসারের নাম। দেশটির সংবাদমাধ্যমের মতে, বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে সাবেক পাক পেসার উমর গুল হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ, তবে চূড়ান্ত শর্তাবলী এখনোও আলোচনাধীন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।
৪২ বছর বয়সী উমর গুলকে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজকে সামনে রেখে বিসিবি প্রাথমিকভাবে তিন মাসের চুক্তির প্রস্তাব দিয়েছে, তবে পারস্পারিক সন্তষ্টির উপর নির্ভর করে এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
উমর গুলকে এই দায়িত্ব দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। বাংলাদেশের বর্তমান পেসারদের মধ্যে আছেন নাহিদ রানা, যিনি ধারাবাহিকভাবে ১৫০ কি.মি. গতিতে প্রতি ঘণ্টায় বল করে থাকেন। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারের পাশাপাশি আছেন হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং খালিদ হাসানের মতো তরুণ উদীয়মান পেসার।
উমর গুল বাংলাদেশের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং আমি কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তবে কোচিং ক্যারিয়ারে এইটাই প্রথম নয়। এর আগে পাকিস্তান, আফগানিস্তান জাতীয় দলের সাথে কাজ করেছেন উমর গুল । এছাড়া, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই তারকা পেসারের।
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন এই তারকা পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে উমর গুল টেস্টে ১৬৩, ওয়ানডেতে ১৭৯ এবং টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট শিকার করেছেন।
বাংলাদেশ পাকিস্তান সফরে মূলত ফিউচার ট্যুরস প্রোগ্রাম এর অধীনে ৩ টি ওয়ানডে এবং তিনটি টি – টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও পরে দুই বোর্ডের সম্মতিতে ৫ টি-টোয়েন্টিতে রূপান্তর করা হয়। পাঁচ ম্যাচের সিরিজটি মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তারিখ এবং ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
The post বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের তারকা পেসার appeared first on Bangladesher Khela.