
শেখ মাহাদি হাসান, শরিফুল ইসলামদের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গিয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। মামুলি সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তানজিদ হাসান তামিম। জাতীয় দলের এই ওপেনার ৫০ ওভারের ম্যাচকে বানিয়ে ফেললেন টি-টোয়েন্টি। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বাঁহাতি এই ব্যাটার তুলে নিলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার বিধ্বংসী সেঞ্চুরির উপর ভর করে ১০ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।
সোমবার (৭ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করে ৩৪ ওভার ৪ বলে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় পারটেক্স। জবাবে কোনো উইকেট না হারিয়েই মাত্র ১৮ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অব রুপগঞ্জ। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে সাইফ হাসানের দল। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে পারটেক্স।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রুপগঞ্জ অধিনায়ক সাইফ হাসান। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা ম্যাচের শুরুতেই প্রমাণ করেন পেসার শরিফুল ইসলাম। ম্যাচের তৃতীয় ওভারে পারটেক্স ওপেনার জসিম উদ্দিনকে (৬ রান) প্যাভিলিয়নে ফেরান জাতীয় দলের এই পেসার। রান পাননি আরেক ওপেনার জয়রাজ শেখ, ব্যক্তিগত ১৬ রান করে রেজাউর রাজার শিকার হন তিনি। এরপর রুবেল মিয়া (৪১ রান) এবং আহরার আমিন পিয়ান (২৪ রান) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায় ইনিংস। বল হাতে শেখ মাহাদি ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন। শরিফুল ইসলাম ও রেজাউর রাজা পান ২টি করে উইকেট।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পারটেক্স বোলারদের উপর চড়াও হতে থাকে লিজেন্ডস অব রুপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম। অধিনায়ক সাইফ হাসান কিছুটা ধীরগতিতে ব্যাট করলেও তানজিদ তামিম মাত্র ৫৯ বলে ১০ চার এবং ৭ ছক্কার সাহায্যে সেঞ্চুরি আদায় করে নেন। সাইফ হাসানের অপরাজিত ২৬ এবং তানজিদ হাসান তামিমের অপরাজিত ১০৩ রানের উপর ভর করে ১৮৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপগঞ্জ।
The post তামিমের বিধ্বংসী সেঞ্চুরি, রুপগঞ্জের কাছে পাত্তাই পেল না পারটেক্স appeared first on Bangladesher Khela.