
লম্বা ছুটির পর ক্যাম্পে ফিরেছেন নারী ফুটবলাররা। তবে কোচ পিটার বাটলারের অধীনে আজ (৭ এপ্রিল) অনুশীলনে যোগ দেননি বিদ্রোহী ফুটবলাররা। অবশেষে তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন। আগামীকাল থেকে পিটার বাটলারের অধীনেই অনুশীলন করবেন বিদ্রোহী ফুটবলাররা।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ১৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের জানিয়েছিলেন, কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন ১৮ ফুটবলার। অনুশীলনে ফিরতেও রাজি হয়েছেন তারা। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হয়েছে অনুশীলনে, তবে ফেরেননি বিদ্রোহী ফুটবলারদের কেইউ।
ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুন বর্তমানে আছেন ভুটানে। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন এই ৪ ফুটবলার। আর এই ৪ জনও বিদ্রোহ করা ১৮ জনের মধ্যে আছেন। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুন এখনও ক্যাম্পে যোগ দেননি। জানা গেছে, তার বোন অসুস্থ থাকায় আরও দুই দিন ছুটি নিয়েছেন তিনি।
বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার সোমবার (৭ এপ্রিল) বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে মিটিং করেছেন।
ফেডারেশন সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মিনিটের মতো মিটিং করেছেন তারা। মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সূত্রে যতদূর জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে। যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে; যদিও শেষ পর্যন্ত এই ১৩ জন আগামীকাল থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
তার আগে আজ দিনের শুরুতে জিম সেশনে অংশ নেন ৩১ ফুটবলার। বাফুফের সঙ্গে চুক্তি আছে মোট ৩৬ জন ফুটবলারের। চুক্তিতে থাকা বাকি পাঁচ ফুটবলার স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু এখনও ক্যাম্পে যোগ দেননি। জানা গেছে ব্যক্তিগত কারণে তারা ক্যাম্পে যোগ দেননি।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টে নাম লেখাতে হলে বাছাইপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডো পাবে বাংলাদেশের মেয়েরা। যেখানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের। এছাড়া ১১ থেকে ২১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।
The post অবশেষে বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন বিদ্রোহীরা appeared first on Bangladesher Khela.