প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১০:১৪ পি.এম
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদী মুসলিম জনতা।
সোমবার দুপুরে মসজিদুল হুদার সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, মাও. মো. ইমামুল হক, মাও. মো. নুর ইসলাম, মাও. মো. মশিউর রহমান, মাও. মো. আতাউর রহমান, মাও. মো. জিয়াউর রহমান, মাও. মো. শাহাদৎ বিন শফী, আব্দুল জলিল সরকার, বিথী খাতুন প্রমুখ।
মিছিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ তাওহিদী মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহবান জানানো হয়।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024