
আন্দোলনকারীদের গায়ে লাঠিচার্জ না করে ছত্রভঙ্গ করে আলোচনায় আসা যশোরের ছেলে পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়েছে। গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
আগে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনের রাস্তা থেকে আন্দোলনকারীদের সরাতে গায়ে আঘাত না করে রাস্তায় লাঠি মেরে, পাশে বৈদ্যুতিক খুঁটিতে বাড়ি দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ সদস্য রিয়াদ। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাকে প্রশংসায় ভাসান। এ ভালো কাজের ফল স্বরূপ দেশের সর্বোচ্চ পুলিশ পদক পেলেন।
পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেেনর বাড়ি যশোর সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামে।
খুলনা গেজেট/ টিএ
The post পিপিএম পদক পেলেন যশোরের ছেলে কনস্টেবল রিয়াদ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.