
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও অন্তত ৫ জন।
এ ঘটনায় সড়কে গতিরোধকের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাভিক করেন।
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীরা নাম নুসরাত জাহান (১৫)। তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বেলা পৌনে ১ টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া এলাকার কাছে নিজ বাড়ির সামনে নামার কয়েকগজ আগেই শেরপুরগামী সুদিপ্ত-প্রিয়ন্তি পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত অবস্থায় চালক ও যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্কুলছাত্রী নুসরাত জাহানকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজ বাড়ির কাছে স্কুলছাত্রী নুসরাত জাহানের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে বেলা ২ টায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় অটোরিকশাটিকে চাপা দেওয়া বাসটিকে আটক করে জনতা। এ সময় চালক পালিয়ে গেলেও হেলপার জহিরুল হককে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি শেরপুরের মোজাম্মেল হকের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, বাস চাপায় অটোরিকশার যাত্রী স্কুলছাত্রী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
The post ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.