
অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। তবে অধিকাংশ মানুষই জানেন না যে তাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। অনেকের ক্ষেত্রে এটি সময়মতো ধরা পড়ে, আবার অনেকের বেলায় তা হয় না। এই সমস্যা সময়মতো ধরা না পড়লে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা দেয়।