কুয়েট পকেট গেট সংলগ্ন ঐতিহ্যবাহী খানাবাড়ী গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক ছাত্র নেতা মোঃ মহিউদ্দিন খোকন। এর আগেও তিনি তিনবার ওই বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে মোঃ মহিউদ্দিন খোকনকে উক্ত বিদ্যালয়ের সভাপতি মনোনীত করা হয়। একই সাথে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে জোয়াদ্দার মোঃ জিয়াউল হাসান এবং জেলা প্রশাসক /উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মোঃ কবিরুল ইসলামকে মনোনীত করা হয়।
মোঃ মহিউদ্দিন খোকন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া খানাবাড়ী গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র। দৌলতপুর কলেজের সাবেক ভিপি ছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের সভাপতি, সহ-সভাপতি এবং শিক্ষানুরাগী সদস্য হিসেবে সততা, দক্ষতা, যোগ্যতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
চতুর্থ বারের মতো মোঃ মহিউদ্দিন খোকন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় খানাবাড়ী গার্লস হাইস্কুল শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
খুলনা গেজেট/লিপু/এইচ
The post খানাবাড়ি গার্লস হাইস্কুলের সভাপতি মহিউদ্দিন খোকন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024