
বাংলাদেশ সেনাবাহিনী জন্য ভারত থেকে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করা হয়েছে। মোট ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় অনুমোদনকৃত ৪০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যানের প্রথম চালানে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। দু’একদিনের দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান বেনাপোল বন্দরে প্রবেশ করবে বলে জানা গেছে।
রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক প্রতিষ্ঠান ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক প্রতিষ্ঠান ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।
আমদানিকৃত ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ আমেরিকান ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এম আর লজেষ্টিক।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগীতা করা হবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিলেন।
খুলনা গেজেট/এএজে
The post বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ১০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.