
বইটি নিয়ে লেখক মনজুর সা’দ বলেন, ‘“দুঃখের পাশে একটু বসো” আমার পঞ্চম অণুকাব্যের বই। ভূমিকায় বড় বড় ফিরিস্তি লিখে পাঠকদের বিরক্ত করতে চাই না। এই বইটিতে আছে সুখ-দুঃখ, আশা ও হতাশা, আবেগ ও অনুভূতি, প্রেম ও বিরহ-বেদনার পঙ্ক্তিমালা। প্রতিটি পঙ্ক্তিমালার শিরোনামের ব্যাপারে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমার অর্ধাঙ্গিনী।’