
বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। পাশাপাশি অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন।
চলতি বছরের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আরভিন। সে ম্যাচে চোটের কারণে ছিলেন না উইলিয়ামসও। তবে এবার দুইজনই ফিরেছেন গুরুত্বপূর্ণ সফরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে আরভিনের বদলি হিসেবে খেলা ওয়েসলি মাধেভেরে জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। তবে সেই ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ সফরের দলে।
দুই বছর পর উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন তাফাদজওয়া সিগা। জায়গা হারিয়েছেন জয়লর্ড গাম্বি। অন্যদিকে বামহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ফিরেছেন নিউম্যান নিয়ামুরির জায়গায়। সর্বশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন মাসাকাদজা।
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়া ব্লেসিং মুজারাবানি আবারও পেস আক্রমণে নেতৃত্ব দেবেন। সে ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। পেস ইউনিটে তাকে সঙ্গ দেবেন রিচার্ড এনগারাভা। দলে একমাত্র এখনো অভিষিক্ত নন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
২০২০ সালের ফেব্রুয়ারির পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সফরের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল শুরু হবে সিলেটে, দ্বিতীয় ও শেষ টেস্টটি চট্টগ্রামে শুরু হবে ২৮ এপ্রিল। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে এক ইনিংস ও ১০৬ রানে হেরেছিল জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
খুলনা গেজেট/এএজে
The post বাংলাদেশ সফরে শক্তিশালী দল নিয়ে আসছে জিম্বাবুয়ে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.