
চারদিকে থই থই পানি। মাঝে মাথা উঁচু করে আছে দাঁড়িয়েছে কচুরিপানা। সাদামাটা দৃষ্টিতে কচুরিপানা মনে হলেও আদতে অবয়বটি কবরের ওপরে গজিয়ে ওঠা লতাগুল্ম আর ঘাসের। স্থানীয়দের ভাষ্য মতে এভাবেই জোয়ারের টানে ৪০ বছর ধরে ভাসছে কবরটি, ভাটায় মিলিয়ে যায় মাটিতে।
এ নিয়ে এলাকায় প্রচলিত আছে নানা কথা। কবরটি ঘিরে গ্রামবাসীর কৌতুহলের যেন শেষ নেই। কবরটির আশপাশের কবরগুলো পানিতে মিলিয়ে গেলেও এই কবরটি কেন এখনও অক্ষত… বিস্তারিত