বান্দরবানের লামার সরইয়ের লেমুপালং এলাকায় ৯ তামাক চাষি‌কে অপহরণের অভি‌যোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তা‌দের‌কে সরইয়ের লেমুপালং এলাকার তামাক ক্ষেত থেকে অপহরণ করা হয়।
এর মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন- আমিন ও ভু‌ট্টো। অন্য সাত জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমিন ও ভু‌ট্টো মূল চাষি। তা‌দের অধীনে আরও সাত শ্রমিক কাজ… বিস্তারিত