
গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ইসরাইলি হামলায় গুরুতর দগ্ধ ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (৮ এপ্রিল) এ খবর জানিয়েছে। সোমবার ভোরের ওই হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তারা হলেন- হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার।
তাদের মধ্যে আল-ফাকাভি প্যালেস্টাইন টুডে টিভির একজন সাংবাদিক ছিলেন বলে জানা… বিস্তারিত