
কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি নিয়ে ছোট পরিসরে প্রবাসীদের ভোট চালুর উদ্যোগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালা করেছে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ ৮০ জন অংশ নেন।
কর্মশালায় সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।
পাইলটিংয়ের মাধ্যমে কোনো কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলে জানান তিনি।
সিইসি বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এক ওয়ার্কশপ থেকে একটি হোক বা কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায় সে পরামর্শ দিন। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।
তিনি জানান, বর্তমানে দেশের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। নিবন্ধিত ভোটাররা, যারা কারাগারে বা আইনি হেফাজতে আছেন, বাংলাদেশি প্রবাসীরা এবং নির্বাচনী কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেন।
ইসি কর্মকর্তাবৃন্দ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি-উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে এ কর্মশালা হচ্ছে।
খুলনা গেজেট/জেএম
The post প্রবাসীদের ভোটিং পদ্ধতি দ্রুতই চালু করা হবে: সিইসি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.