
নিজস্ব প্রতিনিধি:

ঢাকা গামী ঈগল -৫ নামে একট ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে আবুল কালাম (৫২) নামে এক যাত্রী নিখোজঁ রয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে এঘটনা ঘটে। আবুল কালাম পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী গ্রামের হাসেম মৃধার ছেলে। তিনি চট্রগ্রামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আবুল কালাম ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে এমভি ঈগল-৫ লঞ্চে ওঠেন। রাত ১১টার দিকে লঞ্চের পাশের কার্নিশে দাড়িয়ে তার স্বজন সহিদুল ইসলামে সঙ্গে কথা বলতে ছিল। এমন সময় মেঘনা নদীতে পড়ে যান তিনি (আবুল কালাম)। এ সময় যাত্রীরা চিৎকার দিলে কর্তৃপক্ষ লঞ্চটি থামিয়ে নিখোঁজের সন্ধানে চেষ্টা করে ব্যার্থ হয়ে গন্তেব্যে চলে যায়।
নিখোঁজের স্বজন সহিদুল ইসলাম জানান, চাঁদপুর কোষ্টগার্ড ও সিভিল ডিফেন্স এ্যন্ড ফায়ারসার্ভিস নিখোঁজ আবুল কালামের সন্ধান চলছে। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।
The post লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যাত্রী নিখোঁজ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.