
নীলফামারীর ২৭টি সিনেমা হলের মধ্যে ২৬টিই ভেঙে ফেলা হয়েছে। এসব সিনেমা হল ভেঙে গড়ে তোলা হয়েছে মার্কেট ও গোডাউনসহ অন্যান্য স্থাপনা। ‘তামান্না’ নামে একটিমাত্র সিনেমা হল নীলফামারীর সৈয়দপুরে টিকে রয়েছে। ভালো সিনেমা হলে হলটি দর্শক টানে, নইলে দুই/চার জন দর্শক-শ্রোতাকে নিয়ে হলটি চালাতে হয় বলে জানান হল কর্তৃপক্ষ।
এবার ঈদের দিন থেকে এই সিনেমা হলে প্রতিদিন লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। যেখানে… বিস্তারিত