
সাতক্ষীরায় সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রকাশ করায় একজন সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। হুমকিদাতা লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (৮এপ্রিল) দুপুর ১২টায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে বিডিএ প্রেসক্লাবের পক্ষ থেকে এই মানবন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে ঠিকাদার হেলাল উদ্দিন শিশু কন্যা রূহী ও স্ত্রী শাহেদা আনসারী রুহীকে রেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বড় ভাই হেলাল উদ্দিন মারা যাওয়ার পর তার ছোট ভাই এসএম নাসির উদ্দিন লিটন হেলাল উদ্দিনের এতিম শিশু কন্যা রূহী এবং বিধবা স্ত্রী শাহেদা আনসারী রুহীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি সুকৌশলে আত্মসাৎ করতে চক্রান্ত শুরু করেন। একপর্যায় তাদের বিরুদ্ধে ১৪টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে গত সাতবছর ধরে তাদেরকে বাড়িছাড়া করে রেখেছেন।
বক্তারা আরো বলেন, পিতার সম্পত্তির ভাগ না দিয়ে এতিম শিশু ও তার মাকে হয়রানি করার ঘটনায় গত ২৩ মার্চ বিডি প্রেসক্লাবে একটি সংবাদ সস্মেলন করেন শাহেদা আনসারী রুহী। এছাড়া নাসিরউদ্দিনের বিরুদ্ধে শাহেদা আনাসারী রুহির পক্ষে যারা কথা বলেছেন তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় জেলে খাটানোর অভিযোগ রয়েছে। এসংক্রান্ত সংবাদ নিজ নিজ পত্রিকায় প্রকাশ করেন দৈনিক পত্রদূতের জিএম আমিনুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে নাসিরউদ্দিন লিটন সাংবাদিক আমিনুরকে কুপিয়ে ১৭০ খন্ড করে মেরে ফেলার হুমকি দেন। এছাড়া বিভিন্ন লোক দিয়েও তাকে প্রাণনামেল হুমকি দেওয়া হচ্ছে। আগামি ১৫ দিনের মধ্যে নাসিরউদ্দিন লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষনার হুমিয়ারি দেন বক্তারা।
বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, ডিবিসি টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম বেল্লাল হোসেন, দৈনিক বাংলা ট্রিবিউনের সরদার মোঃ আসাদুজ্জামান, ঢাকা টাইমসের হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, গ্রামের কথার কামরুল ইসলাম, মিলন হোসেন, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম আমিনুল হক, এমএ মাজেদ, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, ইসমাইল হোসেন, আসাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ
The post সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.