
ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলী সন্ত্রাসীদের নৃশংস গণহত্যার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সরকারি নাজমুল স্মৃতি কলেজে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সরকারি নাজমুল স্মৃতি কলেজে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাজমুল স্মৃতি কলেজে শেষ হয়। এতে উপজেলা,শহর ও কলেজ ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক পাপ্পু, শহর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ মিয়া, যুগ্ম আহ্বায়ক জনি,কলেজ ছাত্রদলের আহবায়ক জাহেদ বাদশা,সদস্য সচিব সোমায়েল আহমেদ প্রমুখ এসময় বক্তারা বলেন, গাজায় নারী-শিশুদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চলছে তা মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা ও প্রতিক্রিয়াশীল অবস্থানের তীব্র নিন্দা জানান তারা। একইসঙ্গে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান।
The post গাজায় গণহত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.