জাপানের সাকুরা হলো একটি গাছের ফুল, যা প্রায় পুরো দেশজুড়ে ফোটে। প্রতিবছর এই ফুলের পুষ্পোদ্গম দেখে দেশটির মানুষজন যেন একধরনের নতুন উদ্দীপনা ও শান্তি খুঁজে পান। সাকুরার সৌন্দর্য উপভোগ করতে লোকজন কর্মস্থল ছেড়ে বাইরে এসে একে অপরকে অভ্যর্থনা জানান। পিকনিকের মাধ্যমে একত্র হয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময়টি উপভোগ করেন। এটা তাঁদের জন্য সাংস্কৃতিক উৎসবের মতো, যা সবার মধ্যে একাত্মতার অনুভূতি জাগায়।