অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার পরও ম্যাচের স্কোরলাইন ১-১। বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি তিতা তেকাঠির নিচে মেহেদী হাসান শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে নামান। যেন টাইব্রেকারে তুরুপের তাস হতে পারেন কক্সবাজার থেকে আসা ফুটবলার। বিপরীতে আবাহনীর ভরসা মিতুল মারমা। শেষ পর্যন্ত ফেডারেশন কাপে জিকো ম্যাজিক চলেনি। চলেছে মিতুল শো। যদিও দুজনই একটি করে শট আটকে দিয়েছেন। তবে ম্যাচের পুরো… বিস্তারিত