
ফেডারেশন কাপের ফাইনালে উঠতে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে উত্তেজনাপূর্ণ এক লড়াই। মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে কিংসকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী।
ম্যাচের প্রথমার্ধে ছিল উত্তেজনার ছড়াছড়ি। ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। ১০ জনের দলে পরিণত হওয়া আবাহনী পড়ে যায় চাপের মুখে। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কিংসের মিডফিল্ডার জোনাথনের এক সহজ ক্রসে ভুল বোঝাবুঝির সুযোগে গোল করেন মজিবর রহমান জনি।
তবে ৮৩ মিনিটে ঘুরে দাঁড়ায় আবাহনী। রাফায়েলের ফ্রি-কিক থেকে কিংস গোলরক্ষক বল ফিস্ট করলেও ফিরতি বল আলতো টোকায় জালে পাঠিয়ে গোল করেন বদলি ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ। এরপর আর কোন গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত গোলকিপার মিতুল মারমার অসাধারণ দক্ষতায় ৪-২ ব্যবধানে জয় পায় আবাহনী। ম্যাচসেরা নির্বাচিত হন মিতুল।
টাইব্রেকারের আগে কিংস কোচ আনিসুর রহমান জিকোকে মাঠে নামান। তিনি আবাহনীর প্রথম শট আটকালেও পরবর্তীতে আবাহনীর বিদেশি রাফায়েল ও এমেকা গোল করেন। কিংসের হয়ে জোনাথন ও মোরসালিন গোল করলেও রাব্বি হোসেনের শট আটকে দেন মিতুল এবং ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডস সান্তোস বল মারেন বারের ওপর দিয়ে। শেষ শটে ইব্রাহিম গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অতিরিক্ত সময়ে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের গোলেই জয় নিশ্চিত করে দলটি। ম্যাচসেরা হন তিনিও।
এই জয়ে কিংসের বিপক্ষে আগামী মঙ্গলবার তৃতীয় কোয়ালিফায়ার খেলবে রহমতগঞ্জ। সেই ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে আবাহনী, ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল।
চলতি মৌসুমে দুবার কিংসকে হারাল আবাহনী। আগেও প্রিমিয়ার লিগে শতভাগ স্থানীয় খেলোয়াড় নিয়ে জয় পেয়েছিল মারুফুল হকের দল। এবার দুই বিদেশি রাফায়েল ও এমেকাকে সঙ্গে নিয়েই টাইব্রেকারে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটালো আবাহনী।
The post টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী appeared first on Bangladesher Khela.