
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে পরাজিত করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান দল ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়।
পাকিস্তান দলের ব্যাটসম্যানরা খুব একটা বড় সংগ্রহ করতে পারেননি, সর্বোচ্চ ৩২ রান আসে দুয়া মাজিদের ব্যাট থেকে। বাংলাদেশ দলের বোলিং আক্রমণের সামনে পাকিস্তানের ব্যাটসম্যানরা কোনো চাপই সহ্য করতে পারেননি। মারুফা, ফাহিমা ও রাবেয়া দুইটি করে উইকেট নেন। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা প্রস্তুতি ম্যাচের জন্য ৯ জন বোলার ব্যবহার করেন।
বাংলাদেশের ব্যাটিং শুরুটা কিছুটা বিপদের মধ্য দিয়ে হলেও, ফারজানা হক এবং নিগার সুলতানা দলের ইনিংসকে টেনে নিয়ে যান। ফারজানা ৮৫ বলে ৫০ রান করার পর দলীয় ১৫৩ রানের সময় রিটায়ার্ড হার্ট হন। নিগার সুলতানা ৭২ বলে ৭০ রান করে ফিরে যান। শেষ দিকে দিলারা ও জান্নাতুল ফেরদৌসের অপরাজিত ৪৬ রানের কল্যাণে বাংলাদেশ স্কোরবোর্ডে ২৭৬ রান পায়।
বাংলাদেশ এখন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ এপ্রিল, ২০২৫, বাংলাদেশ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে। এই বাছাইপর্ব লাহোরে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে বাংলাদেশ স্কটল্যান্ড, আয়াল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২৭৬ (নিগার ৭০, ফারজানা ৫০, জান্নাতুল ৪৬* দিলারা ২৯, ইশমা ১৯, নাহিদা ১৩; ওয়াহেদা ৩/৪৮, হানি ৩/৫১, তানিয়া ২/৩০)।
পাকিস্তান এ: ৩৯.১ ওভারে ১০৯ (দুয়া ৩২, হানি ২৬, ফাতিমা ১৫; মারুফা ২/৮, রাবেয়া ২/৭, ফাহিমা ২/১১, জান্নাতুল ১/৯)।
ফল: বাংলাদেশ ১৬৭ রানে জয়ী।
The post বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না পাকিস্তান appeared first on Bangladesher Khela.