আজকের বিশ্বে সাংবাদিকতা হচ্ছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে সত্যের পক্ষে দাঁড়িয়ে কাজ করতে হলে প্রতিনিয়ত চড়াই উৎরাই পাড়ি দিতে হয়। সমাজের নানা প্রভাবশালী মহল, দুর্নীতিবাজরা চায় যে তাদের অপরাধ, তাদের নীতিহীনতা কখনও সামনে না আসুক, কখনও প্রকাশ না পায়। আর সেই অপরাধের অন্ধকার জগতের সামনে, সাংবাদিকতা হচ্ছে একমাত্র আলো। কিন্তু এই আলো প্রদর্শন করতে গিয়ে আমাদের অনেক সময় কাছের মানুষও আমাদের শত্রুতে পরিণত হয়। প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় হুমকি, নির্যাতন, এমনকি জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিরও। তবুও থামি না, আমাদের সংগ্রাম চলতেই থাকে। কারণ আমরা বিশ্বাস করি, অন্যায়ের সাথে আপোষ নয়,যত কঠিনই হোক না কেন তা প্রকাশিত হবেই। দুর্নীতির বিরুদ্ধে সাহসী প্রতিবাদঃ বিভিন্ন সমাজ, রাষ্ট্র, এবং গণতান্ত্রিক ব্যবস্থার ভিতরে একেকজন দুর্নীতিবাজ কিংবা স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের প্রভাব খাটিয়ে জনগণের অধিকার হরণ করছে।
এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থেমে নেই, কখনো থামবে না। আমরা বিশ্বাস করি, আমাদের কলমেই রয়েছে তাদের বিরুদ্ধে এক অদম্য শক্তি। এর মাধ্যমে আমরা শাসক থেকে শোষিত, বড়দের থেকে ছোটদের পাশে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করি। সত্যের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার কখনো দুর্বল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ভয় দেখিয়ে কিছুই পরিবর্তন হয় নাঃ “ভয় দেখিয়ে কখনও কাউকে স্তব্ধ করা যায় না। এই কথা আমাদের স্মরণ রাখতে হবে। সন্ত্রাসীদের ভয়ে কখনো সংবাদ বন্ধ করা যায় না। সন্ত্রাসীরা, দুর্নীতিবাজরা চাইলেও আমাদের কাজের গতিপথ রোধ করতে পারে না। সাংবাদিকতা মানে দেশের, জনগণের জন্য কাজ করা। আর এই কাজের পথে আমরা কোনো ভয় কিংবা হুমকির কাছে হার মানি না। যতই চ্যালেঞ্জ আসুক, যতই হুমকি দেয়া হোক, আমরা আমাদের দায়িত্ব পালন করি, সত্য প্রকাশ করে যাই।
সাংবাদিকরা যখন নির্যাতনের শিকার হয়, তখনও তারা তাদের কলম এবং শব্দের মাধ্যমে সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে। আমাদের কলম কখনও থামে না। এটাই আমাদের শক্তি, আমাদের সাহসঃ জীবনের প্রতিটি দিকেই আমাদের একটাই উদ্দেশ্য, সততার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। এই কাজের মধ্যে যে সাহস, শক্তি, একাগ্রতা, এবং সততা রয়েছে, সেটাই আমাদের পথ চলার শক্তি। আমরা জানি, শক্তির সামনে কখনো নত হওয়া যায় না, কখনো নিজেদের নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যায় না। আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেই এগিয়ে চলছি, কারণ আমরা জানি, সত্যের পথই একমাত্র পথ, এবং সেই পথে চলা মানেই সঠিক ভাবে কাজ করা। আজকের সমাজে, যদি আমরা সত্যের পক্ষে কথা বলি, তবে নানা বাঁধা আসবে। কিন্তু সেই বাঁধা গুলো আমাদের থামাতে পারবে না।
আজ, আমরা যে সাংবাদিকতার কাজটি করছি, তা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটি একটি সংগ্রাম, একটি আন্দোলন। আর এই আন্দোলন কখনো থামবে না। আমাদের কলম কখনো থামবে না। আমাদের সাহস, আমাদের শক্তি কখনো কমবে না, কারণ আমরা জানি, এই সংগ্রামে আমরা একা নই, আমরা সকলেই এক সাথে সত্যের পথে চলছি। সংগ্রাম অব্যাহত থাকবেঃ সংগ্রাম শেষ হয় না, যখন তুমি সত্যের পথে অটল থাক, তখন তুমি কখনও পরাজিত হও না। এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের কাজের মাধ্যমে, আমাদের সাহসের মাধ্যমে। আমরা জানি, দুর্বলতা ও ভয় মানুষের মনোভাবকে ধ্বংস করতে পারে, কিন্তু আমাদের কঠিন মনোভাব, সততা, আর অবিচল সংকল্প আমাদের জয়ী করবে। তাই, সাহসের সাথে সত্যের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়িয়ে সাংবাদিকতা চালিয়ে যাবো, যতই হুমকি আসুক না কেন!