একটু বিস্ময়কর বটে! প্রায় তিন দশক ধরে ধারাবাহিক গান প্রকাশ ও জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখেও দলটির সদস্যরা এখনও কানাডা সফরে যেতে পারেননি। অথচ এরমধ্যে ইউরোপসহ বিশ্বের বহু দেশে গিয়ে বাংলা রক গানের পতাকা উড়িয়েছে দলটি।
হুম, শিরোনামহীন। দেশের অন্যতম সফল ব্যান্ড। অবশেষে, সৃষ্টির ২৯ বছর পর দলের সদস্যরা গান শোনাতে যাচ্ছেন দূর কানাডায়।
দলনেতা জিয়াউর রহমান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের সেপ্টেম্বরে… বিস্তারিত