ফিরে যেতে চাই সেই অবুঝ কৈশোরে,
যেখানে প্রেম মানে ছিল ফুলের গন্ধ,
আর বুকের ভেতর কেঁপে ওঠা একরাশ শিউলি।
জানতাম না, সময় পেরিয়ে গেলে
প্রেমও একদিন বিবর্ণ হয়ে যায়!
এই নগরের বাতাসে এখন ধুলো আর ক্লান্তি,
এই জীবনের ভিড়ে আমরা হেঁটে যাই নির্বাক,
কিন্তু রাত গভীর হলে হৃদয়ের কোনো কোণে
একটি কিশোর দৌড়ে চলে যায় দূর মাঠের পথ ধরে।
চাই তার পিছু নিতে; ফিরে যেতে চাই তার সঙ্গে
শৈশব, কৈশোর আর অতীতের স্মৃতিময় মুহূর্তে।
