স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কর্ণহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজা ও ৮ লিটার দেশী চোলাইমদসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কর্ণহার থানা পুলিশ।

আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরফান আলী (৪০) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত নুরুল হকের ছেলে ও কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মজিজুল ইসলাম (৬৫) ও মো: মফিজ (৫০)। মজিজুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে এবং মফিজ একই এলাকার মৃত মাহমুদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এক ব্যক্তি গাঁজা চাষ করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর পুলিশের এসআই মো: সিদ্দিকুর রহমান ও তার টিম রাত সাড়ে ১১ টায় বেলপুকুর থানার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরফান আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে কর্ণহার থানার এসআই শ্রী নিতাই কুমার সাহা ও তার টিম গত ৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে আসামি মজিজুল ইসলাম ও মফিজকে ৮ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

The post নগরীতে গাঁজা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩ appeared first on সোনালী সংবাদ.