
স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পৌর ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে ছাত্রদলের বুকলেটসহ প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ অর্ধশতাধিক পরীক্ষার্থীর মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়। বিসমিল্লাহ ফাউন্ডেশনের সহযোগিতায় এই পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সাব্বির রহমান ও নওহাটা পৌরসভা ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অরণ্য, পৌর ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতি টিটু, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাবিব, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইমরুল, নিহাল প্রমুখ।
The post নওহাটা এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলো ছাত্রদল appeared first on সোনালী সংবাদ.