
প্রিয়ানশ আরিয়া ব্যাট হাতে তাণ্ডব চালালেন। তাতে ২১৯ রানের বড় সংগ্রহ করে পাঞ্জাব কিংস। সেই লক্ষ্য ছুঁতে পারেনি চেন্নাই সুপার কিংস। হেরে গেছে ১৮ রানে।
ইনিংসের প্রথম বলেই খলিল আহমেদকে ছক্কা মেরে ঝড় তোলার আভাস দেন আরিয়া। দ্বিতীয় বলে বোলারের হাত ফসকে জীবন পান তিনি। তবুও সতর্ক হননি আরিয়া। পঞ্চম বলে আরেকটি ছক্কা।
অপর প্রান্ত থেকে ব্যাটাররা একে একে প্যাভিলিয়নে ফিরলেও আরিয়া আক্রমণাত্মক ব্যাটিং থেকে সরে… বিস্তারিত