
শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জোসি, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস ও সারওয়ার জাহান সুজন প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানকার হাজার হাজার নিরপরাধ শিশুকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তারা বাংলাদেশ থেকে সংহতি জানাতে রাজপথে নেমেছেন। একইসাথে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বানও জানানো হয়।
এ সময় সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এছাড়া উপজেলা-পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
The post ইসরাইলির নৃশংস গণহত্যার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ appeared first on সোনালী সংবাদ.