
নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোহাগ। এ সক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, পৌরসভার পশ্চিম বাউফল নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের অনিয়মের বিষয়ে সাংবাদিক সিদ্দিক সরেজমিন দেখার জন্য যান। সেখানে গিয়ে ঠিকাদারকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। কিছুক্ষণ পর ঐ নম্বর থেকে ফোন আসে সিদ্দিকের মোবাইলে।
ঐ ফোনের কল রেকর্ডে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছো? কীসের জন্য যাবে? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন? আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে? সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি? আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব।’ এই বলে ফোন কেটে দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। অনিয়ম চোখে পড়ায় শ্রমিকদের কাছ থেকে নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন নম্বরে কল করলে তিনি প্রথমে ধরেননি। পরে তিনি ফোন করেন এবং সাংবাদিক পরিচয় পাওয়ার পর দেখে নেওয়ার হুমকি দেন, অনেক অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন। তিনি এ বিষয়ে তার ইউনিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনানুগ পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা হুমায়ুন কবির বলেন, ‘তার মোবাইল ফোন থেকেই কথা হয়েছে। তবে তিনি হুমকি দেননি। তার ফোন দিয়ে তার-ই বন্ধু সোহেল সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, যিনি ঐ কাজের ঠিকাদার। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না।’
এ বিষয়ে ঠিকাদার মো. সোহেলের মোবাইল নম্বরে কল করলেও তিনি ধরেননি। ম্যাসেজ দিলেও সাড়া দেননি।
The post যুবদল নেতা পরিচয়ে সাংবাদিককে হুমকি,অডিও ভাইরাল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.