
খুলনার পূর্ব রূপসার আমদাবাদ এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে বাবু নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত যুবক রূপসা উপজেলার আমদাবাদ মাসুয়াডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।
হাসপাতালের সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। রাতে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু দায়ের আঘাতে তার মাথায় লাগায় রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদা মাহফুজুর রহমান বলেন, কাজ শেষে বাবু রাতে বাড়ি ফিরছিলেন। প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল তার। বাসায় ফেরার পথে প্রতিবেশী দু’ভাই দা দিয়ে তার মাথায় এবং শরীরের পেছনে আঘাত করে। মাথার আঘাতটি তার বেশ গুরুতর। তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/সাগর, টিএ
The post রূপসায় যুবককে কুপিয়ে জখম appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.