
এক লোক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় হঠাৎ মেঘের ভেতর থেকে আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও। সঙ্গে সঙ্গে মেঘখণ্ডটি একদিকে সরে যেতে লাগল। এরপর নির্দিষ্ট জমিতে বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে সেখানকার একটা নালা ভর্তি হয়ে গেল। লোকটি এবার জলপ্রবাহের দিকে এগিয়ে গেলেন।