
ফিলিস্তিনের গাজায় সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ১২ এপ্রিল (শনিবার) ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হবে।
বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকার সড়কে স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ হবে এটি। ইতোমধ্যে দেশের প্রধান আলেম এবং জনপ্রিয় ব্যক্তিরা দলমত–নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে পরিচিত আলেম ও সেলিব্রেটিদের ভিডিও বার্তা পোস্ট করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যাঁদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকে।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নিজেরসহ মোট ১৪ জনের এ–সংক্রান্ত ভিডিও বার্তা তাঁর ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ।’
শায়খ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদুল্লাহ রিয়াদসহ অনেকে নিজেদের ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচার করেছেন। মিজানুর রহমান আজহারী বলেন, ১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশা আল্লাহ, আমি নিজে সশরীর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।’
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘মার্চ ফর গাজায় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।’
খুলনা গেজেট/এইচ
The post মার্চ ফর গাজা : শনিবার ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.