
একসময় কৃষিপ্রধান উপজেলা হিসেবে খ্যাত ছিল ময়মনসিংহের ভালুকা। বর্তমানে অসংখ্য শিল্পকারখানা স্থাপন হওয়ায় পালটে গেছে উপজেলার চিত্র ও জীবনযাত্রার মান। নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশ, নদী, খাল ও বিলেও। পাইপ ও ড্রেন দিয়ে আসা বিভিন্ন রঙের তরল বর্জ্য, বিশেষ করে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পানি। পাশাপাশি দখলের কারণে সৌন্দর্য হারাচ্ছে উপজেলার সবচেয়ে বড় খিরু নদী ও লাউতি খালসহ বিভিন্ন নদী… বিস্তারিত