
এই বছর অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বুধবার উড়তে থাকা কাতালানদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ঘরোয়া লিগে জার্মান দলটি ধুঁকতে থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার সামর্থ্য রাখে গতবারের রানার্স আপরা। প্রথম লেগে এমন প্রতিপক্ষ সামনে পেয়ে নিজেদের মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বুধবার রাত… বিস্তারিত