এখনো ঈদ আসে। আমার ছেলেমেয়ের জন্য নতুন জামা কিনে আনি। কত কী রান্না হয়! ছেলেমেয়েদের আনন্দ উল্লাস দেখে খুব ভালো লাগে। শুধু আমাদের ছোটবেলার ঈদের কথা মনে হলে চোখ গড়িয়ে জল পড়ে। মায়ের জন্য, মামির জন্য ভেতরে ভেতরে ফুঁপিয়ে কান্না করি। যদিও সেই কান্না কেউ দেখতে পায় না।