
খুলনার রূপসায় পুলিশের অভিযানে পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি ও ১৫ পিস ইয়াবাসহ তাজুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যুবক নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাতে জাফরের মিলের মধ্যে অভিযান চালায়। এ অভিযানে তাজুল হোসেনকে পুলিশ আটক করে। এ সময় তার কাছে থাকা ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবাসহ তাজুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
The post রূপসায় গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.