
অনলাইন ডেস্ক : বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী নামে পরিচিত কঙ্গনা রানাউত সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন। নানা বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি। তবে এবার অভিনেত্রী আলোচনায় এলেন ভিন্ন কারণে। যদিও তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িত। অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য। রাজনীতির পাশেই অভিনয়ও চলছে একই গতিতে।
কর্মসূত্রে হয় অভিনেত্রী দিল্লিতে থাকেন, নয়তো মুম্বাইয়ে। যদিও মানালিতে পাহাড়ের কোলে রাজকীয় বাড়ি রয়েছে তার। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না— এমনটাই দাবি কঙ্গনা রানাউতের। এর পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে প্রায় চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। গর্জে উঠেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে।
কঙ্গনা জানান, চলতি মাসে তার বাড়ির বিদ্যুতের বিল এক লাখ টাকার পেয়েছেন। যার ফলে তিনি প্রশ্নে তুলেছেন সেই রাজ্যে কংগ্রেস সরকারের বিরুদ্ধে। এমন বিল দেখে লজ্জিত তিনি। নিজের লোকসভায় একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী বলেন, এ মাসে আমার মানালির বাড়ির জন্য এক লাখের বিদ্যুৎ বিল পেয়েছি। তিনি বলেন, মজার বিষয় হচ্ছে— সেখানে আমি বসবাসই করি না। এবার ভাবুন— কী করুণ অবস্থা। এসব দেখে আমার লজ্জা লাগে।
কঙ্গনা রানাউত বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যকে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এরা নেকড়ে, আমাদের রাজ্যকে এদের কবল থেকে মুক্ত করতে হবে।
The post আমাদের রাজ্যকে নেকড়ে কবল থেকে মুক্ত করতে হবে, কেন বললেন কঙ্গনা appeared first on সোনালী সংবাদ.