
নড়াইল শহরের বউ বাজার এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বউ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের এ যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ১১ টি মোটরসাইকেল জব্দ, ১৪ টি মামলা দায়ের এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা ও বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ভারতীয় অবৈধ কসমেটিক সামগ্রী আটক করা হয়।
সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম
The post নড়াইলে ১১ টি মোটরসাইকেল জব্দ, ৫৪ হাজার টাকা জরিমানা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.