
চ্যাম্পিয়ন্স লিগে অবিস্মরণীয় এক রাতের জন্ম দিয়েছেন ডেক্লান রাইস। তার অসাধারণ দুটি ফ্রি কিকেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। যার প্রথম বাঁকানো ফ্রি কিকটি ছিল চোখ ধাঁধানো। ম্যাচের পর চোখ ধাঁধিয়ে দেওয়া সেই গোল কীভাবে এলো তার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
৫৮ মিনিটে প্রথম ফ্রি-কিকের পেছনে বুকায়ো সাকার ভূমিকার কথা জানান রাইস। অথচ সেট-পিস কোচ নিকোলাস… বিস্তারিত