ত্রিশাল থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন।
সুত্র জানায়, ৯ এপ্রিল রাত ০২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে নিগার জামান ফিলিং ষ্টেশন ( পেট্রোল পাম্প) এর সামনে পাকা রাস্তায় চেকপোষ্ট করে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত লেঙ্গুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ বাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬ বাসটি থামানো হয়। বাসটি চেক করাকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ০৩ টি ছোট চটের বস্তার ভিতর ভারতীয় ৬৩ (তেষট্টি) বোতল মদ উদ্ধার করা হয়। যাহা ড্রাইভার, হেলপার, সুপারভাইজার এই ০৩ জনের দেখানোমতে এবং তাহাদের নিজ হাতে বাহির করা মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। বাস, উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল ৬৩ টি এবং ড্রাইভার, সুপারভাইজার, হেলপারদের থানায় নিয়ে এসে এজাহার দায়ের করিলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি(২) ধারায় মামলা রুজু করা হয়।

The post ত্রিশাল থানা পুলিশের অভিযানে ৬৩ বোতল ভারতী মদ জব্দ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.