দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তাঁর নামের আগে এখন উচ্চারিত হয় পুষ্পা। একের পর বড় বাজেটের সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন এই নায়ক।
এবার আরও বড় বাজেটের সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাদের এই সিনেমার বাজেট ৮০০ কোটি রুপির বেশি। মঙ্গলবার আল্লু অর্জুনের জন্মদিনে এলো এই ছবির ঘোষণা। ছবিটি সান পিকচার্সের ব্যানারে নির্মিত হবে। রাজামৌলির ‘এসএমবি ২৯’-এর পর এটিই ভারতীয় সিনেমার দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ছবি হবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা সংস্থা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে অ্যাটলি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।’
এ ছাড়াও আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তি করে ক্যানভাস তৈরি করা হবে। সূত্রটি আরও বলেছে, ‘সিনেমার নির্মাতারা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’
এদিকে মঙ্গলবার সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে সিনেমাটির বিষয়ে কিছুটা ধারণা দেন। যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলেসে পা রাখতে– হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোর আলোচনা করতেও দেখা যায় তাদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে।
এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো চমকে গিয়েছেন। ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অব দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান ও স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের এই গল্প শুনে চমকে গিয়েছেন।
মজার ব্যাপার হলো, এসএস রাজামৌলির সঙ্গে মহেশ বাবুর সিনেমাটি প্রায় ১০০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে।
খুলনা গেজেট/জেএম
The post ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমায় আল্লু অর্জুন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024