
এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথমদিন থেকেই আশাতীত ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা কিং খানের মারকুটে অ্যাকশন আর শাকিব-ইধিকার রসায়ন দেখতে হামলে পড়ছে।
বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত আয় করলো তা নিয়েও কৌতুহল রয়েছে সিনেমা-বোদ্ধাদের মধ্যে। এরইমধ্যে সাত… বিস্তারিত