বহু নারী সে সময়ে ব্যবসা-বাণিজ্য করতেন। নারী সাহাবি কায়লা (রা.) থেকে বর্ণিত, ‘নবীজির (সা.) কোনো এক ওমরাহ আদায়কালে মারওয়া পাহাড়ের পাদদেশে আমি তাঁর কাছে উপস্থিত হয়ে বললাম, আল্লাহর রাসুল(সা.), আমি একজন নারী। আমি বেচাকেনা করি। কিছু কিনতে চাইলে আমার কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম কম বলি। এরপর দাম বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত মূল্যে গিয়ে পৌঁছাই। আবার কিছু বিক্রি করতে চাইলে কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে দাম চাই বেশি। পরে দাম কমাতে কমাতে কাঙ্ক্ষিত মূল্যে নেমে আসি।