মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বাঁধের কাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক রাশেদ হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার গুলশান এলাকা থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্বে ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
গ্রেপ্তার তিনজন হলেন- মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন মিজি (৪০), ৩ নম্বর আসামি মো. হালিম মিজি (৩০), ৪ নম্বর আসামি মো. করিম মিজি (৩২)।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনকালে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৯ মার্চ বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতা মো. রাসেদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন আসামিরা। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। ওই ঘটনায় মনপুরা থানায় ২০ জনকে আসামি করে মামলা দেন নিহতের ভাই। ওই সময় গ্রেপ্তার করা হয় চারজনকে। এরা হলেন- মো. রহিম মজি (৩৫), মো. জসিম উদ্দিন মজি (৩৬), পল্লী চিকিৎসক আল-মামুন (৩৫) ও চৌকিদার আল-আমিন (৩৮)। মামলার প্রধান আসামিসহ বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রদল নেতা রাসেদের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ উপজেলা বিএনপি নেতারা।
The post মনপুরায় ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.