বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো। ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ (আইপি৬৬/আইপি৬৮/৬৯) রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১২০ হার্জেও ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে।
গ্রাহকরা ফোন দুটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবেন, তারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর …
