নগর প্রতিনিধি:

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবি আদায়ে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে রহমতপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মহাসড়কের এ কর্মসূচি করে শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা বুধবারের ক্লাস ও পরীক্ষা বর্জন করে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় মহাসড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
শিক্ষার্থী কাউসার মাহামুদ বলেন, আমাদের সঙ্গে নানানভাবে বৈষম্য করা হচ্ছে। এসব বৈষম্য দূরের দাবিতে সারাদেশের সঙ্গে আমরাও ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের ৮ দফা হচ্ছে, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
বরগুনার বাসযাত্রী ইয়াসিন মল্লিক বলেন, প্রচণ্ড রোদের মধ্যে বাসে বসে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছি। তাই এভাবে জনদুর্ভোগ না করে ভিন্নভাবে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
The post বরিশালে দাবি আদায়ে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.