অনলাইন নিউজ ডেস্ক:

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ঘোষণা করেছে ভারতের সরকার। এর ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যেতে পারবে না।
ট্রান্সশিপমেন্ট বাতিল করে ইতোমধ্যেই আদেশ জারি করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।
ট্রান্সশিপমেন্টের আওতায় বর্তমানে বাংলাদেশের পণ্যবোঝাই যেসব ট্রাক ভারতের মাটিতে অবস্থান করছে, দ্রুত সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা দিয়ে ভারত সরকার।
এর আগে ২০২০ সালের জুনে জারি এক আদেশে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত।
তখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করে আসছিল বাংলাদেশ।
এমন একটি সময় এই ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো যার কিছুদিন আগে চীন সফরে গিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো তথা ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বেইজিংয়ে তিনি বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স ‘ল্যান্ডলকড’ বা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে ‘সমুদ্রের একমাত্র অভিভাবক’ বাংলাদেশ – চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে।
তার এমন বক্তব্যের পর ভারতে বেশ প্রতিক্রিয়া দেখা যায়।
পরে দোসরা এপ্রিল ঢাকায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এক সম্মেলনে অধ্যাপক ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, “কানেক্টিভিটি এই অঞ্চলে যে বিপুল সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে, সেই পটভূমি থেকেই প্রধান উপদেষ্টা কথাগুলো বলেছেন এবং তার উদ্দেশ্যও ছিল সম্পূর্ণ সৎ।”
The post বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.