গত বছরের ৫ আগস্টের পর শুটিং ফেডারেশনও স্থবিরতা নেমে আসে। মহাসচিব ইন্তখাবুল হামিদ আর দায়িত্বে নেই। এরপর থেকে ফেডারেশনের কার্যক্রম সেভাবে চলছে না। অস্ত্র ও গুলি আমদানি হলেও কোনও খেলা নেই। দেশের বাইরে অংশ নেওয়া হচ্ছে না। নেই ট্রেনিং প্রোগ্রামও। ইরানি কোচের সঙ্গে চুক্তি নবায়ন হয়নি। শুটাররা অনেকটা হাত পা গুটিয়ে বসে আছেন। হতাশায় নিমজ্জিত সবাই। সার্চ কমিটি এখনও এডহক কমিটি দিতে পারেনি। এই অবস্থায় জাতীয়… বিস্তারিত